অনলাইন ডেস্ক, ২০ আগস্ট।। সোমালিয়ার রাজধানী মেগাদিশুর একটি হোটেলে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের হামলায় ১০ জন নিহত হয়েছেন। খবর বিবিসির। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীরা হোটেলের বাইরে দুটি বিস্ফোরণ ঘটিয়ে ভেতরে প্রবেশ করে।
এরপর হামলা চালায়। হামলার ঘণ্টাখানেক পরে তারা হায়াত হোটেলের উপরের তলায় লুকিয়ে পড়েন। পুলিশের একটি বিশেষ বাহিনী জানিয়েছে যে, তারা হোটেল থেকে ২০-২৫ জন অতিথি ও কর্মচারীকে উদ্ধার করেছে।
‘সন্ত্রাসীরা হামলা চালানোর পর হোটেলের একটি কক্ষে অবস্থান নিয়েছে। তাদের নিবৃত্ত করতে নিরাপত্তা বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। অধিকাংশ লোককে উদ্ধার করা হয়েছে। কিন্তু কমপক্ষে ৮ জন বেসামরিক লোকের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে’ বলছিলেন কর্মকর্তা মোহাম্মদ আবদিকাদির।
এর আগে আল-শাবাব পরিচালিত ওয়েবসাইটে বলা হয়েছে, ‘জঙ্গিগোষ্ঠীর একটি দল জোর করে হোটেলে ঢুকে পড়েছে। তারা এলোমেলোভাবে গুলি চালাচ্ছে। ’হায়াত এমন একটি জনপ্রিয় জায়গা যেখানে ফেডারেল সরকারের কর্মকর্তারা বৈঠক করে থাকেন।
এর আগে মেগাদিশুর আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান আবদিকাদির আবদিরাহমান বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যে, হামলায় ৯ জন আহত হয়েছেন। তাদেরকে হোটেল থেকে বের করে আনা হয়েছে।