অনলাইন ডেস্ক, ১৯ আগস্ট।। ফিনল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সান্না মারিন (৩৬) পার্টিতে উদ্দাম নৃত্য করছেন এমন একটি ভিডিও ফাঁস হয়েছে। এ নিয়ে দেশটিতে ওঠেছে সমালোচনার ঝড়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে প্রধানমন্ত্রী সান্না মারিন তার বন্ধুদের নিয়ে পার্টিতে নাচতেছেন এবং গান গাইছেন।
বিরোধীরা বলছেন, যখন ফিনল্যান্ড গত ৩৮ বছরের মধ্যে সবচেয়ে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে এবং বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ বিপাকে পড়েছেন তখন পার্টিতে প্রধানমন্ত্রীর এমন নৃত্য করার বিষয়টি সমীচীন নয়।
এমন কী তারা প্রধানমন্ত্রীর মাদক পরীক্ষা করার দাবি করেছেন। কারণ তাদের শঙ্কা তিনি মাদকাসক্ত। তবে ফিনিশ প্রধানমন্ত্রী মাদক গ্রহণের বিষয়টি অস্বীকার করে বলেছেন, তিনি কেবলমাত্র মদ্যপান করেছিলেন এবং উদ্ধতভাবে পার্টি করেছিলেন।
ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে ফিনিশ প্রধানমন্ত্রী আন্না মারিন বলেন, আমি জানতাম বিষয়টি ভিডিও করা হচ্ছে; কিন্তু এটি জনসম্মুখে প্রকাশ করায় আমি ব্যথিত হয়েছি। ফিনিশ প্রধানমন্ত্রী বলেন, আমি নেচেছি, গেয়েছি এবং পার্টি করেছি। যা অবশ্যই বৈধ। আমি এমন কোথাও যাইনি যেখানে মাদক বা মাদকাসক্ত ব্যক্তি আছে। আমার একটি পারিবারিক জীবন আছে।
আরেকটা আমার কাজের জীবন এবং বন্ধুদের নিয়ে সময় কাটানোর স্বাধীনতাও আমার আছে। আমার বয়সী সবাই যেমনটি করে। তিনি জানান, নিজের মধ্যে কোনো পরিবর্তন আনবেন না। এবং তার আশা বাকিরা এটি স্বাভাবিকভাবে নেবে।
তবে ফিনল্যান্ডের বিরোধী দলীয় নেতা রিক্কা পুরা বলেন, প্রধানমন্ত্রীর উচিত স্বেচ্ছায় ড্রাগ টেস্ট করা। কারণ তাকে নিয়ে সন্দেহ আছে। তবে অনেকে বলেছেন, বিষয়টি নিয়ে মিডিয়া ও রাজনীতিবিদরা বেশি আলোচনা করছেন। যেটির কোনো প্রয়োজন নেই।