আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, অন্তত ২৬ জনের মৃত্যু, আহত হয়েছে আরও ডজন খানেক

অনলাইন ডেস্ক, ১৮ আগস্ট।। আলজেরিয়া ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশ থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে দেশটিতে এ পর্যন্ত অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ডজন খানেক।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজউদ বলেছেন, দাবানলে তিউনিসিয়ার সীমান্তবর্তী এল তারফে ২৪ জন এবং সেতিফে মা ও মেয়ে মারা গেছেন। ফায়ার ফাইটারদের হেলিকপ্টারের সহায়তা নিয়ে বুধবার সন্ধ্যাতেও বেশ কয়েকটি স্থানে দাবানল নেভানোর চেষ্টা করতে দেখা গেছে।

আলজেরিয়ার সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, এল তারফের অবস্থা সবচেয়ে ভয়াবহ। এই এলাকার ১৬টি স্থানে আগুন লেগেছে। সেতিফে মারা যাওয়া ৫৮ বছর বয়সী মা ও ৩৬ বছর বয়সী মেয়ের নাম এখনও প্রকাশ করা হয়নি।

তবে সেখানকার কর্মকর্তারা বলেছেন, দাবানল গ্রামে পৌঁছে গেছে। সাম্প্রতিক সময়ে উত্তর আলজেরিয়ায় প্রায় প্রতি বছরই দাবানলের ঘটনা ঘটছে। গত বছরও দেশটিতে দাবানলে ৯০ জন মারা যান এবং ১ লাখ হেক্টর বনভূমি পুড়ে যায়।

সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে যে এল তারফ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা যেখানে ১৬টি স্থানে আগুন লেগেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজউদ গত বছরের দাবানলকে পরিকল্পিত বলে দাবি করেছিলেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?