স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৭ আগস্ট।। বুধবার দুপুরে হৃদয়বিদারক ঘটনা ঘটে বিশ্রামগঞ্জ থানার পেছনে পুষ্করবাড়ি এলাকায়। খেলতে খেলতে পুকুরে পড়ে যায় সাড়ে চার বছরের শিশুকন্যা দিশা দেববর্মা। বাবার নাম সন্তু দেববর্মা।
পরিবারের লোকজন শিশুকে উদ্ধার করলেও তার প্রাণ রক্ষা করতে পারেনি। সবাই মিলে কান্নায় ভেঙে পড়েন। পরে মৃতদেহ নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে।
জানানো হয়েছে পুলিশকে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাড়ির লোকজন অনেক সময় উদাসীন থাকেন শিশু সন্তানদের নিয়ে।
তাতে নানা ধরনের দূর্ঘটনা ঘটছে। এই ব্যাপারে অভিভাবকদের আরও বেশী সংবেদনশীল ও সচেতন হওয়া প্রয়োজন বলে বুদ্ধিজীবীদের অভিমত।