অনলাইন ডেস্ক, ১৫ আগস্ট।। সোমবার ৭৬তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সামনে ‘পঞ্চ পণ’ উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী মোদী বলেন, স্বাধীনতার অমৃতে আমাদের বড় লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমাদের উন্নত ভারতের মতো মহান সিদ্ধান্ত নেওয়া উচিত, এক টুকরো দাসত্বকেও বাঁচাতে, ঐতিহ্য, ঐক্য ও সংহতি এবং নাগরিকদের কর্তব্য নিয়ে গর্ব করা, এই ‘পঞ্চ পণ’।
তিনি আরও বলেন, বিশ্ব আজ পরিবেশ সমস্যার সম্মুখীন। আমাদের কাছে গ্লোবাল ওয়ার্মিং সমস্যা সমাধানের উপায় আছে। এর জন্য আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে যে ঐতিহ্য দিয়ে গেছেন।
তিনি বলেন, আমরা সেই মানুষ যারা জীবের মধ্যে শিবকে দেখি, আমরা সেই মানুষ যারা পুরুষের মধ্যে নারায়ণকে দেখি, আমরা সেই মানুষ যারা নারীকে নারায়ণী বলে ডাকে, আমরা সেই মানুষ যারা উদ্ভিদে ভগবানকে দেখি।
যারা নদীকে মা বলে, আমরা সেই মানুষ, যাঁরা নুড়িতে শঙ্কর ভগবানকে দেখি। মোদী বলেন, স্বনির্ভর ভারত, এটি প্রতিটি নাগরিকের, প্রতিটি সরকারের, সমাজের প্রতিটি শাখার দায়িত্ব হয়ে যায়।
স্বনির্ভর ভারত, এটি কোনো সরকারি এজেন্ডা বা সরকারি কর্মসূচি নয়। এটি সমাজের একটি গণআন্দোলন, যা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।