অনলাইন ডেস্ক, ১৫ আগস্ট।। সোমবার লাল কেল্লার প্রাচীর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী শক্তি ও নারীর সম্মানের ওপর বিশেষ জোর দিয়েছেন।
তিনি বলেন, এটা গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের কথাবার্তা ও আচার-আচরণে এমন কিছু না করি, যাতে নারীর সম্মানে আঘাত লাগে।
এদিন ৭৬তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে নারী শক্তি বিরাট অবদান রাখছে।
তিনি আশা করেন, আগামী ২৫ বছরে সমাজের সর্বস্তরে মহিলাদের আরও বেশি অংশগ্রহণ করা হবে এবং দেশের কন্যারা ভারতকে আরও উচ্চতায় নিয়ে যাবে। তিনি আরও বলেন, ভারতের নারী শক্তি এগিয়ে আসছে।
আমরা আমাদের মেয়েদের যত বেশি সুযোগ দেব, তারা ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। গত কয়েক দিনে, আমি অনেক মহিলার সঙ্গে দেখা করেছি যারা আমাকে অনুপ্রাণিত করেছে।