স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ আগস্ট।।স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে আজ বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে শোভাযাত্রায় সুসজ্জিত ভারতমাতার হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা র্যালির সূচনা করেন। র্যালিতে জাতীয় পতাকা হাতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, শিক্ষা দপ্তরের অধিকর্তা চাঁদনী চন্দ্রন প্রমুখ অংশ নেন।
তাছাড়াও র্যালিতে আগরতলার মহারাণী তুলসীবতী, শিশুবিহার, উমাকান্ত একাডেমি, বিজয় কুমার বালিকা বিদ্যালয়, উমাকান্ত ইংলিশ মিডিয়াম, নেতাজী সুভাষ বিদ্যানিকেতন, বোধজং, বয়েজ, ড. বি আর আম্বেদকর উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়। উমাকান্ত একাডেমি থেকে শোভাযাত্রা শুরু হয়ে আরএমএস চৌমুহনি, পোস্ট অফিস চৌমুহনি, সূর্য চৌমুহনি হয়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এসে সমবেত হয়।
রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে স্বাধীনতার ৭৫বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দেশব্যাপী আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচি পালন করা হচ্ছে। নানা কর্মসূচির মাধ্যমে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ত্রিপুরাতেও আজাদি কা অমৃত মহোৎসব সফলভাবে পালিত হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে রাজ্যের প্রতি বাড়িতে তিরঙ্গা উড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সকল নাগরিকদের মধ্যে দেশপ্রেম ও রাষ্ট্রবাদী চিন্তাধারার প্রসার ঘটাতে চান।