স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৩ আগস্ট।। তেলিয়ামুড়া ব্লকের বিবেকানন্দনগর গ্রাম পঞ্চায়েতে আজ কৃষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর এই মতবিনিময় সভার উদ্বোধন করেন।
মতবিনিময় সভার শুরুতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। বিধানসভার সরকারি মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী রায়, রাজ্য ক্রীড়া পর্যদের সচিব অমিত রক্ষিত, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস প্রমুখ।
মতবিনিময় সভায় কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রাজ্য সরকারও সমান গুরুত্ব দিয়ে কৃষক কল্যাণে কাজ করছে। তিনি বলেন, কৃষির বিকাশেই দেশের অর্থনীতি সুদৃঢ় হয়।
কেন্দ্রীয় সরকার আগামীদিনে রাজ্যের যুবক-যুবতীদের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আরও বেশি গুরুত্ব দেবে। এতে বেকার যুবক-যুবতীদের রোজগারের পথ সুগম হবে। মতবিনিময় সভায় তিনি গ্রাম পঞ্চায়েতের পিএম কিষান সহ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগীদের সাথে কথা বলেন।
মতবিনিময় সভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর হাতে বিধায়ক কল্যাণী রায় ও স্বসহায়ক দলের মহিলা সদস্যরা জুমের বিরুন চাল ও সুগন্ধা লেবু তুলে দেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মতবিনিময় অনুষ্ঠানের পর সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় সরকার সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস নিয়ে উন্নত ভারত গড়ে তোলার প্রয়াস নিয়েছে।
তাছাড়াও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এদিন তেলিয়ামুড়ায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে র্যালিতে অংশ নেন এবং তেলিয়ামুড়া বাজারে ব্যবসায়ীদের কাছে জাতীয় পতাকা বিক্রয় করেন।