স্টাফ রিপোর্টার, খোয়াই, ১১ আগস্ট।। খোয়াই লক্ষী নারায়ণপুর পঞ্চায়েতর খামারটিলার রাস্তা আজও পাকা হয়নি। অথচ এলাকায় ৮ শতাধিক পরিবারের বসবাস।
বিজেপি কর্মীরা জানান এলাকার বিধায়ক প্রশান্ত দেববর্মা বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা নির্মিত হবে। কিন্তু ভোটের পর এলাকাবাসীর সাথে তার যোগাযোগ নেই। রাস্তাও হয়নি। রাস্তা না হওয়ায় জনগণের চলাচলের সমস্যা হচ্ছে।
এই রাস্তা নির্মাণ করার জন্য বহুবার দাবী জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। তাতে জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ সরকারের তরফ থেকে রাস্তা নির্মাণের উদ্যোগ আদৌ নেয়া হবে কি না তা এখনও স্পষ্ট নয়।