স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ আগস্ট।। গান্ধীগ্রামের কৃষ্ণ তাঁতি বিবাহিত। কিন্তু এক যুবতীর সাথে তার সম্পর্ক গড়ে উঠে। সেই প্রেমিকার সম্প্রতি বিয়ে হয়েছে।
কিন্তু তা সহ্য করতে না পেরে সে আত্মঘাতী হয়। বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। এয়ারপোর্ট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য।
এই ব্যাপারে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
প্রসঙ্গত, অবৈধ সম্পর্কের জেরে পারিবারিক বিবাদের ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সাথে আত্মহত্যার ঘটনা ঘটছে। সামাজিক অবক্ষয়ের ফলে এসব ঘটনা ঘটছে বলে তথ্যাভিজ্ঞ মহলের দাবি।