গাজা উপত্যকায় জিহাদ গোষ্ঠীকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪

অনলাইন ডেস্ক, ৭ আগস্ট।। গাজা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামি জিহাদ গোষ্ঠীকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় দ্বিতীয় দিনে শনিবার নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৬ জন শিশু রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি ও আলজাজিরা।

ফিলিস্তিনের ছিটমহল গাজার নিয়ন্ত্রণকারী দল হামাস জানিয়েছে, জাবালিয়া শরণার্থীশিবিরের কাছে বিস্ফোরণে ছয় শিশু নিহত হয়। এই হামলার জন্য তারা ইসরায়েলকে দায়ী করছে। তবে এই হামলার দায় অস্বীকার করে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ফিলিস্তিনির সশস্ত্র বাহিনী ইসলামি জিহাদের ছোড়া রকেট লক্ষ্যভ্রষ্ট হয়ে সেখানে বিস্ফোরিত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, গত দুই দিনের যুদ্ধে কমপক্ষে ২০৩ জন আহত হয়েছেন। গত শুক্রবার ইসলামি জিহাদের এক শীর্ষ নেতা ইসরায়েলি হামলায় নিহতদের পর এক বছর ধরে শান্ত থাকা গাজা উপত্যকা সংঘর্ষে রূপ নেয়। ইসরায়েলির এই হামলায় বিভিন্ন বাড়িঘর, বহুতল ভবন এবং শরণার্থীশিবির।

সামরিক বাহিনী সতর্ক করেছে যে ইসলামি জিহাদের বিরুদ্ধে তাদের অভিযান এক সপ্তাহ স্থায়ী হতে পারে। ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলে ৪ শতাধিক রকেট নিক্ষেপ করে হামলার জবাব দিয়েছে। তবে অধিকাংশই ইসরায়েলের সামরিক বাহিনী আয়রন ডোম দ্বারা প্রতিহত করেছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?