স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ আগস্ট।। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি সমর্থিত আইনজীবী উন্নয়ন মঞ্চ ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ‘সেভ ডেমোক্রেসি ফোরাম’ – বাম ও কংগ্রেসের যৌথ সমর্থিত প্যানেলকে পরাজিত করেছে।
শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকে ১১ সদস্যের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের ভোটগ্রহণ শুরু হয়। ২১৪ জন যোগ্য ভোটারের মধ্যে ১৯৯ জন ভোটার তাদের ভোট দিয়েছেন। দুপুর আড়াইটা পর্যন্ত ভোটগ্রহণ চলে এবং সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে সেভ ডেমোক্রেসি ফোরামের প্রার্থী অ্যাডভোকেট পুরুষসত্তম রায় বর্মন বিজয়ী হয়েছেন এবং সহ-সভাপতি পদে আইনজীবী উন্নয়ন মঞ্চের প্রার্থী অ্যাডভোকেট হারাধন সরকার বিজয়ী হয়েছেন। সম্পাদক পদে মঞ্চের প্রার্থী অ্যাডভোকেট প্রণবাশীষ মজুমদার এবং মঞ্চ ও ফোরামের প্রার্থী- অ্যাডভোকেট সুমিত দেবনাথ এবং অ্যাডভোকেট সৌগত দত্ত- যৌথভাবে সহ-সম্পাদক পদ পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন মঞ্চের প্রার্থী অর্জুন আচার্জি। মোট আসন ছিল ১১টি- এর মধ্যে পাঁচটি নির্বাহী পদ এবং বাকি ছয়টি ‘সদস্য’। পাঁচটি কার্যনির্বাহী পদের মধ্যে মঞ্চ 4টি আসনে এবং ফোরাম ২টি আসনে জয়লাভ করেছে (সহকারী সাধারণ সম্পাদকের যৌথ পদ সহ)।
বাকি ছয়টি ‘সদস্য’ পদের জন্য মঞ্চ এবং ফোরাম তিনটি করে জিতেছে। সদস্য পদে অ্যাডভোকেট অঙ্কন তিলক পাল, অ্যাডভোকেট অনুজিৎ দে, অ্যাডভোকেট কৌশিক নাথ, অ্যাডভোকেট রিয়া চক্রবর্তী, অ্যাডভোকেট সাগর বনিক এবং অ্যাডভোকেট সৈকত সাহা বিজয়ী হয়েছেন।
কংগ্রেস পার্টির জন্য যা হতবাক করার তা হল সভাপতি পদের জন্য স্বতন্ত্র প্রার্থী অমৃত লাল সাহা তার পক্ষে মাত্র সাতটি ভোট পেয়েছেন। ফলাফল ঘোষণার পরে বিজয়ী হওয়া সমস্ত প্রার্থীদের একে অপরকে অভিনন্দন জানাতে দেখা গেছে।