অনলাইন ডেস্ক, ৬ আগস্ট।। দেশের উপ রাষ্ট্রপতি নির্বাচিত হলেন জগদীপ ধনকর। ১১ আগস্ট উপ রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠান। উপ রাষ্ট্রপতি পদে এনডিএ-র প্রার্থী ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকর।
উল্টোদিকে, বিরোধীরা এই পদে প্রার্থী করেন মার্গারেট আলভাকে। তবে ভোটের লড়াইয়ে প্রথম থেকেই এগিয়ে ছিলেন ধনকর। সংসদ ভবনে আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপ রাষ্ট্রপতি পদে নির্বাচন হয়।
জগদীপ ধনকর ৩০ জুলাই ২০১৯ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন তিনি। ২০০৩ সালে বিজেপিতে আসেন। ১৯৯০ সালে কেন্দ্রীয় মন্ত্রী হন তিনি। দেশের সুপ্রিম কোর্টের আইনজীবী। ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন।
১৯৮৯-৯১ সাল পর্যন্ত নবম লোকসভায় রাজস্থানের ঝুনঝুন (লোকসভা কেন্দ্র) থেকে সাংসদ হিসেবে জনতা দল (সংযুক্ত) কে প্রতিনিধিত্ব করেন।১৯৯৩-৯৮ সালে রাজস্থানের দশম বিধানসভায় কিষানগড়, রাজস্থান থেকে বিধায়ক ও রাজস্থান হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, জয়পুরের সভাপতি ছিলেন। উপরাষ্ট্রপতি পদটি একটি গুরুত্বপূর্ণ পদ।
ভেঙ্কাইয়া নাইডুর উপরাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ আগস্ট। সেই দিনের কথা মাথায় রেখে বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়।
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডের বৈঠকে উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, তার পরেই দিনক্ষণ ঘোষণা করা হয়।