স্টাফ রিপোর্টার, মোহনপুর, ৬ আগস্ট।। শনিবার ত্রিপুরার মোহনপুর মহকুমার স্বামী বিবেকানন্দ কলেজের কর্তৃপক্ষ কুড়িজন প্রথম বর্ষের ছাত্রীকে পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার জন্য পরীক্ষা থেকে বহিষ্কার করেছে।
পরীক্ষার্থীরা দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় অংশ নিয়েছিল। পরীক্ষার সময় ১৮ জন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেছে এবং বাকি দুই পরীক্ষার্থী কাছে মাইক্রো জেরক্স ছিল।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় কলেজের অধ্যক্ষা অনিতা মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মেনে কুড়িজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
তিনি জানান, পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তিনি জানান, পরীক্ষার্থীদের ইউনিফর্মের ভেতর থেকে মোবাইল ফোন পাওয়া গেছে। এদিকে ছাত্রদের একাংশ জানিয়েছেন, বাইরে রাখাশ কয়েকজনের মোবাইল চুরি হয়েছে।
এ প্রসঙ্গে অধ্যক্ষা বলেন, পরীক্ষার্থীদের মোবাইল ফোন ডিউটিতে থাকা শিক্ষকদের কাছে জমা দিতে বলা হয়েছে। হল পরিদর্শনের সময় আমি পরীক্ষার্থীদের সতর্ক করেছিলাম।
তবে তারা তাদের মোবাইল ফোন জমা দেয়নি। যখন বিষয়টি নজরে আসে, তখন বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে।