স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ আগস্ট।। ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস শনিবার আগরতলার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে রাজ্য যুব কমিটির ঘোষণা করেছে। রাজ্য যুব কমিটি ঘোষণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহা, ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নীল কমল সাহা, উত্তম কলুই এবং অন্যান্য নেতৃবৃন্দরা।
এইদিন ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহা যুব কমিটি ঘোষণা করার সময় বলেছেন, “আজকের সাংবাদিক সম্মেলনের মূল কারণ হচ্ছে রাজ্য যুব কমিটি ঘোষণা করা এবং কিছু জেলার যুব সভাপতিদের নামও ঘোষণা করা।
ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৬ জন, সম্পাদক পদে ১২ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৯ জনকে নিযুক্ত করা হয়েছে।”
তিনি আরো বলেন, “আমাদের বিশ্বাস, যাঁরা নতুন প্রদেশ কমিটি ও জেলা সভাপতি হচ্ছে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জীর সেনাপতিত্বে এই রাজ্যের বঞ্চিত মানুষের পাশে গিয়ে দাঁড়াবে।
আমরা এই রাজ্যের প্রতিটি জায়গার যেকোনো প্রকারে যুবকদের স্বার্থে, মানুষের স্বার্থে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবো। মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা যুব তৃণমূল কংগ্রেস লড়াই করবো।”