উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, হুইল চেয়ারে মনমোহন সিং

অনলাইন ডেস্ক, ৬ আগস্ট।। আজ উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে হাড্ডাহাড্ডি লড়াই জগদীপ ধনকর ও মার্গারেট আলভার মধ্যে। সকাল ১০ টা থেকে শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। চলবে বিকেল ৫ টা অবধি। গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন সাংসদরা। উল্লেখ্য, ১০ অগস্ট উপরাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হচ্ছে বেঙ্কাইয়া নাইডুর।

গত ১৬ জুলাই গোটা দেশবাসীকে চমক দিয়ে উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী হিসেবে বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকরের নাম ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

এর পরেই বিরোধীদের সর্বসম্মত প্রার্থী হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় মার্গারেট আলভাকে। এদিন এই দুই সংবিধানিক বিষয়ে ওয়াকিবহাল ব্যক্তিত্বের মধ্যে হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

হুইল চেয়ারে করে সংসদে এসে ভোট দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও কংগ্রেস সাংসদ ডঃ মনমোহন সিং। ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ও পীযূষ গয়াল। ভোট দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম এবং ডিএমকে সাংসদ দয়ানিধি মরণ ও তিরুচি শিবা।

ভোট দেবেন রাজ্যসভার মোট ২৩৩ জন নির্বাচিত সদস্য এবং ১২ জন মনোনীত সদস্য। আর লোকসভার মোট ৫৪৩ জন নির্বাচিত সদস্য ও ২ জন মনোনীত সদস্য। বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে সমর্থনে রয়েছে কংগ্রেস, এনসিপি, ডিএমকে, সিপিএম, সিপিআই, টিআরএস, এসপি, আরজেডি, জেএমএম, শিবসেনা (উদ্ধব ঠাকরে), আপ এবং একাধিক আঞ্চলিক দল।

ধনকরকে সমর্থন করেছেন তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি, মায়াবতীর বহুজন সমাজ পার্টি, বিজেপি, শিবসেনা (একনাথ শিন্ডে), বিজু জনতা দল, ওয়াইএসআরসিপি, এআইডিএমকে, আরএলজেপি, এডিএস, এনপিপি, এনপিএফ, এমএনএফ, এজেএসইউ, এনডিপিপি ও একাধিক আঞ্চলিক দল।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?