কর্মসংস্থান সহ বিভিন্ন দাবীতে কংগ্রেসের রাজভবন অভিযানে পুলিশের বাধা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ আগস্ট।। বেকাররা হতাশাগ্রস্ত হয়ে বিপথে পরিচালিত হচ্ছে। নেশায় ডুবে যাচ্ছে যুবসমাজ। তাই এ সরকারের বিরুদ্ধে আর চুপ করে বসে থাকা যাবে না, আন্দোলন গড়ে তুলতে হবে। শুক্রবার রাজভবন অভিযানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন।

তিনি বলেন ইউপিএ সরকারের আমলে দেশে ২৭ কোটি মানুষকে দারীদ্র সীমার উপরে নিয়ে আসা হয়েছিল। কিন্তু বর্তমান সরকারের আট বছরের রাজত্বকালে ২০২১ সালের এনডিএ রিপোর্ট অনুযায়ী ২৩ কোটি মানুষ দারিদ্র সীমার নিচে চলে গেছে। আর একের পর এক জি এস টি বসিয়ে মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়া হচ্ছে।

ফলে দারিদ্র্য সীমার নিচে মানুষ দিনে এক বেলা ও খেতে পারছে না। আর বেরোজগারি দিন দিন মাথা ছাড়া দিচ্ছে। আজ সরকার ধনীদের স্বার্থে কোটি কোটি টাকা মুকুব করে দিচ্ছে। ধনীদের টাকা না পাইয়ে দিয়ে, যদি কৃষকদের ঋণ মুকুব করে দিত তাহলে কৃষকরা আত্মহত্যার পথ বেছে নিত না।

দেশের উন্নয়ন হতো। দেশবাসী এই সরকারের আমলে দিশেহারা হয়ে গেছে। আর এই অভিযোগগুলি তুলে ধরলে বিরোধী দলের নেতৃত্বদের পেছনে মিথ্যা মামলা সাজানো হচ্ছে। তাই কংগ্রেস আন্দোলন শুরু করেছে বলে জানান তিনি। তিনি আগে বলেন এই বিজেপি সরকার ঘৃন্য রাজনীতিতে লিপ্ত হয়েছে।

দেশবাসী এখন বুঝে গেছে মানুষকে নিয়ে আন্দোলন করে এগিয়ে যেতে হবে। আর কংগ্রেস দেশবাসীকে নিয়ে আন্দোলন সংগঠিত করে এর থেকে মুক্তি দেবে বলে জানান তিনি। এদিন রাজভবন অভিযানটি প্রদেশ কংগ্রেস ভবন থেকে শুরু হয়। মিছিলটি সার্কিট হাউস সংলগ্ন এলাকায় পৌঁছাতেই পুলিশ বেরিকেট দেয়।

দুটি বেরিকেড ভেঙে কংগ্রেস কর্মী সমর্থকরা এগিয়ে যায়। কিন্তু তৃতীয় বেরিকেড সময় পুলিশের সাথে ধস্তাধস্তি হয় কংগ্রেস কর্মী সমর্থকদের। এদিন রাজভবন অভিযানে ছিলেন প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা সহ কয়েক শতাধিক কর্মী সমর্থক।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?