স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ৫ আগস্ট।। ১৪ বছরের নাবালিকা ধর্ষণের দায়ে চিরঞ্জিত পাল (২৮) নামে এক যুবকের কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড দিল বিলোনিয়া জেলা ও দায়রা জজ আশুতোষ পান্ডে।
ঘটনার বিবরণে জানা যায় ২০২০ সালের সেপ্টেম্বর মাসের ত্রিশ তারিখ সাব্রুম মহকুমার মনুবাজার থানাধীন মাধবনগর এলাকায় রাবার বাগানের জঙ্গলে রাত নয়টা নাগাদ চিরঞ্জিত পাল তার বাড়িতে আসা আত্মীয় ১৪ বছরের নাবালিকা কে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। চিরঞ্জিত পাল নিজেও বিবাহিত। চিরঞ্জিত পালের বাড়ীতে সামাজিক অনুষ্ঠানে আসে একই এলাকার এই আত্মীয়।
অভিযুক্ত চিরঞ্জিত নিজেদের রাবার বাগানে রাত ৯ টা নাগাদ যায় এবং সেখানে ঐ নাবালিকাকে মাংস নিয়ে রাবার বাগানে আসার জন্য বললে নাবালিকা এক বাটি মাংস নিয়ে রাবার বাগানে পৌঁছা মাত্রই তার উপরে হায়নার মতো হামলে পড়ে ধর্ষণ করে।
তারপর এই ঘটনা কাউকে বললে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়।পরবর্তী সময়ে ওই নাবালিকা পুরো ঘটনা নিজের বাবা মা কে বললে সাত দিনের মাথায় অর্থাৎ ৬ অক্টোবর ২০২০ মানবাজার থানায় নাবালিকার বাবা পুরো ঘটনা জানিয়ে লিখিতভাবে মামলা করে।
মনুবাজার থানা ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৭৬ ৫০৬ এবং পক্সো আইনে মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত চিরঞ্জিত পাল কে গ্রেফতার করে। এরই মধ্যে মনু বাজার থানার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর সত্য রঞ্জন নন্দী তদন্ত শেষ করে আদালতে চার্জশিট প্রদান করলে আদালত এরই মধ্যে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণ করে।
অবশেষে পক্সো আইনের বিশেষ বিচারক তথা বিলোনিয়া জেলা ও দায়রা জজ আশুতোষ পান্ডে চিরঞ্জিত পাল কে দোষী সাব্যস্ত করে পক্সো আইনে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড, কুড়ি হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পক্সো আইনের বিশেষ পিপি প্রভাত চন্দ্র দত্ত। স্বাভাবিকভাবেই এই বিচারে খুশি নাবালিকার পরিবার।