স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৫ আগস্ট।। রাজ্যে গুণগত শিক্ষার প্রসারে সরকার অগ্রাধিকার দিয়েছে। এজন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সরকারের লক্ষ্য শিক্ষার সার্বিক বিকাশ।
আজ তৈদু দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কস্তুরবা গান্ধী ছাত্রী নিবাসের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। ছাত্রী নিবাসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিধায়ক সিন্ধু কুমার জমাতিয়া, বিধায়ক রঞ্জিত দাস, গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক পঙ্কজ চক্রবর্তী, অমরপুর মহকুমার মহকুমা শাসক অসিত কুমার দাস, জেলা শিক্ষা আধিকারিক লক্ষণ চন্দ্র দাস প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমডিসি শিবসেনলিয়াং কাইপেং।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী শ্রীনাথ আরও বলেন, রাজ্যে গুণগত শিক্ষার বিকাশে ইতিমধ্যেই প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এনসিইআরটি কোর্স চালু করা হয়েছে। তাছাড়াও রাজ্যে ১৩৫টি বৃত্তিমূলক শিক্ষা কর্মসূচি ও সুপার ৩০ প্রকল্প চালু করা হয়েছে।
রাজ্যের ১০০টি বিদ্যালয়ে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করা হয়েছে। নতুন শিক্ষা নীতিতে বিদ্যালয় ছেড়ে দিয়েছে এমন ছাত্রছাত্রীদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনার জন্য বিদ্যালয় চলো অভিযান চালু করা হয়েছে। উল্লেখ্য, এই ছাত্রী নিবাসটি নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ৪০ লক্ষ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক সিন্ধুকুমার জমাতিয়ার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে তৈদুবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে ১৫টি সিলিং ফ্যান ও ৩টি কম্পিউটার, তেতুইবাড়ি হাইস্কুলকে ১৫টি সিলিং ফ্যান, অম্পি ইংরেজী মাধ্যম বিদ্যালয়কে ৩টি কম্পিউটার এবং অম্পি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ৩টি কম্পিউটার দেওয়া হয়েছে।