স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ আগস্ট।। আগরতলার সাথে জম্মু ও কাশ্মীরের সরাসরি ট্রেন পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। তাছাড়াও আগরতলা-মুম্বাই ও আগরতলা-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন চালু করার উদ্যোগও নেওয়া হয়েছে। এই লক্ষ্যে রেল মন্ত্রকের কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।
এছাড়াও আগরতলা-পুরী রেল সংযোগ স্থাপনের জন্যও রাজ্য সরকার আবেদন করার চিন্তাভাবনা করছে। বর্তমানে রাজ্য থেকে ৯টি এক্সপ্রেস ট্রেন চালু রয়েছে। আজ সন্ধ্যায় বাধারঘাটস্থিত আগরতলা রেল স্টেশন থেকে আগরতলা-দেওঘর বিশেষ যাত্রীবাহী ট্রেন যাত্রার সূচনা করে একথা বলেন পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
উল্লেখ্য, দেওঘরে সৎসঙ্গ আশ্রমে আয়োজিত ধর্মীয় সম্মেলনে রাজ্যের ভক্তবৃন্দদের অংশগ্রহণের সুবিধার্থে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার বিশেষ অনুরোধে কেন্দ্রীয় রেল মন্ত্রকের পক্ষ থেকে দুটি বিশেষ যাত্রীবাহী ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে আজ সন্ধ্যা ৭টায় একটি ট্রেন আগরতলা রেল স্টেশন থেকে দেওঘরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। আগামীকাল বিকাল ৩টায় আরও একটি যাত্রীবাহী ট্রেন দেওঘরের উদ্দেশ্যে রওয়ানা হবে।
আগরতলা রেল স্টেশনে ফ্ল্যাগঅফ করে ট্রেনযাত্রার সূচনা করে পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সাংবাদিকদের জানান, এই দুটি বিশেষ ট্রেন ছাড়াও প্রত্যেক শনিবার নির্ধারিত দেওঘরের ট্রেনও চলাচল করবে। তিনি বলেন, রাজ্য সরকারের প্রচেষ্টায় গত ৬ জুলাই, ২০১৮ সাল থেকে দেওঘরের সাথে সরাসরি ট্রেন পরিষেবা চালু করা হয়েছিল।
পরবর্তীতে করোনা অতিমারী ও প্রাকৃতিক দুর্যোগের জন্য এই ট্রেন পরিষেবা এতদিন বন্ধ ছিল। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার বিশেষ অনুরোধে এই ট্রেন পরিষেবা পুনরায় চালু হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরিবহণ মন্ত্রী আরও জানান, আজ ও আগামী কালকে বিশেষ ট্রেনে ৪ হাজারের বেশী ভক্তবৃন্দ দেওঘরে যাবেন।
তিনি আশা প্রকাশ করেন যারাই এই যাত্রায় সামিল হচ্ছেন তারা সুস্থ ও বিপদমুক্তভাবে তাদের যাত্রা সম্পূর্ণ করতে পারবেন। আগরতলা-দেওঘর ট্রেন যাত্রার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ দপ্তরের প্রাধান সচিব এল দার্লং এবং রেল ও পরিবহণ দপ্তরের অন্যান্য আধিকারিকগণ।