স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ৫ আগস্ট।। সারা রাজ্যের কর্মসূচী অঙ্গ হিসাবে বিলোনীয়া কংগ্রেস ভবন থেকে শুক্রবার এক আইন অমান্য কর্মসূচি সংগঠিত হয়।
দক্ষিণ জেলা কংগ্রেস দলের এই আইন অমান্য কর্মসূচি সংগঠিত হয় বিলোনীয়া কংগ্রেস ভবনের সামনে। বৃহস্পতিবার বারোটা নাগাদ বিলোনিয়া কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি অংশ গ্রহণ করার জন্য কংগ্রেস নেতৃত্ব কর্মি সমর্থকরা জমায়েত হয়।
সেখান থেকে মিছিল করে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মহকুমা শাসকের অফিসের দিকে মিছিল নিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়, কিছু দুর যাওয়ার পর পুলিশ তাদের পথ আটক করে এবং সেখানে পুলিশের সাথে ধস্তা ধস্তি হয়।
কংগ্রেস দলের নেতৃত্ব কর্মি সমর্থকরা রাস্তায় দাড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন কংগ্রেস দলের নেতৃত্ব আলোচনা রাখতে গিয়ে বলেন কংগ্রেস দল সারা রাজ্যে আইন অমান্য কর্মসূচি পালন করছে।
আইন অমান্য কর্মসূচীর মুল উদ্দেশ্য হলো দ্রব্যমূল্য ও জিএসটি বৃদ্ধি করে গরীব মানুষদের উপর কর চাপিয়ে দেওয়ার প্রতিবাদে, এবং অগ্নিপত প্রকল্পে বেকারদের নিয়ে বিজেপি সরকারের প্রহসন, এবং কংগ্রেস দলের নেতৃত্বদের উপর ইডি হেনস্হাতার তীব্র প্রতিবাদ জানান ।
এদিনের আইনঅমান্য কর্মসূচিতে ছিলেন প্রদেশ কংগ্রেস দলের সহসভাপতি ভোলা নাথ ধর, কংগ্রেস দলের প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী, জেলা সভাপতি শ্রীপতি মজুমদার বিলোনিয়া ও ঋষ্যমুখ ব্লক কংগ্রেস সভাপতি তামাল ধর ও বিমল দাস সহ জেলা,ব্লক স্তরের নেতৃত্ব কর্মি সমর্থকরা।