স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ৫ আগস্ট।। কুমারঘাট থানার পুলিশের উদ্যোগে শুরু হয়েছে মাদকবিরোধী প্রচার। সমাজে দিন দিন বাড়ছে মাদকদ্রব্যের প্রতি আসক্তি।
এই আসক্তি মূলত যুবসমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে মাদক বিরোধী প্রচারের কর্মসূচি নিয়েছে কুমারঘাট থানার পুলিশ।
এই প্রচার অভিযানে অংশগ্রহণ করছেন কুমারঘাট থানার ওসি পার্থ মুন্ডা সহ মহকুমা পুলিশ আধিকারিক ও এলাকার যুবক যুবতীরা। পুলিশ গোটা মহকুমা জুড়ে এই প্রচার চালাবে। এই প্রচার অভিযানের মূল উদ্দেশ্য হলো একটাই- যুবসমাজকে মাদক আসক্তি থেকে দূরে সরানো।
পুলিশ আধিকারিকরা বলছেন এই সচেতনতামূলক আন্দোলনে সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের অংশগ্রহণ করা কর্তব্য, যদি তাই করা হয় তাহলে সুস্থ সমাজ তথা সুস্থ ভারত গড়া সম্ভব হবে। তাই পুলিশের পক্ষ থেকে সবাইকে অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে।