অনলাইন ডেস্ক, ৪ আগস্ট।। আর্থিক তছরুপের মামলায় দিল্লির ন্যাশনাল হেরাল্ডের দফতর সিল করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ঘটনাচক্রে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করার পরই এই মামলায় অতি তৎপর হয়ে উঠেছে ইডি।
ইডি-র এই পদক্ষেপকে ‘ছোট্ট ভয়’ দেখান বলেই মনে করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর কথায়, আমরা নরেন্দ্র মোদীকে ভয় পাই না। তাঁদের যা ইচ্ছে তাই করতে পারেন।
বৃহস্পতিবার সংসদে যাওয়ার সময় সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে গাড়ি থেকে বেরিয়ে রাহুল গান্ধী বলেছেন, আপনারা ন্যাশনাল হেরাল্ডের কথা বলছেন, এটা একটা ভয় দেখানোর চেষ্টা। তাঁরা মনে করে একটু চাপ দিয়ে আমাদের চুপ করে দিতে পারবে। আমরা ভয় পাবো না। আমরা নরেন্দ্র মোদীকে ভয় পাই না।
তাঁদের যা ইচ্ছে তাই করতে পারেন। এদিন টুইট করেও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল গান্ধী। তিনি লিখেছেন, সত্যকে বাধা দেওয়া যায় না। যা খুশি করুন, আমি প্রধানমন্ত্রীকে ভয় পাই না, দেশের স্বার্থে সব সময় কাজ করে যাবো।