জেলেনস্কির শহর ক্রিভি রিহকে লক্ষ্য করে রুশ বাহিনী হামলা জোরদার করেছে

অনলাইন ডেস্ক, ৪ আগস্ট।। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহর ক্রিভি রিহকে লক্ষ্য করে রুশ বাহিনী হামলা জোরদার করেছে বলে জানিয়েছে ইউক্রেনের সরকারি সূত্র। সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি যত ঘনিয়ে আসছে ততই ইউক্রেনে রুশ আগ্রাসন তীব্র হচ্ছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় দক্ষিণাঞ্চলীয় ক্রিভি রিহ শহরের ৫০ কিলোমিটারের মধ্যে হামলা বাড়িয়েছে রুশ বাহিনী। ট্যাংক থেকে গোলা নিক্ষেপসহ ব্যারেল এবং রকেট হামলা চলছে অহরহ।

দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় বাখমুত, মেরিঙ্কা এবং শেভচেঙ্কোতে তিনজন বেসামরিক লোক নিহত হয়েছে এবং পাঁচজন আহত হয়েছে। মাইকোলাইভ, খারকিভ, ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নররা জানিয়েছেন, তাদের অঞ্চলেও রাতাভর গোলাবর্ষণ করা হয়েছে এবং বেসামরিক অবকাঠামো, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেকসি আরেস্তোভিচ এক বিবৃতিতে বলেছেন, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে খারকিভ, দোনেৎস্ক এবং লুহানস্কে আমাদের উপর সামরিক চাপ সৃষ্টি করাই এখন রাশিয়ার প্রধান লক্ষ্য’।

এর আগে, ইউক্রেন বলেছিল যে, রাশিয়া ক্রিভি রিহের দিকে একটি স্ট্রাইক গ্রুপ তৈরি করা শুরু করেছে এবং এর মধ্য দিয়ে দক্ষিণ ইউক্রেনে নতুন আক্রমণাত্মক অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে তারা।

ক্রিভি রিহ একটি ইস্পাত উৎপাদনকারী শহর। জেলেনস্কি এই শহরেই বড় হয়েছেন। শহরটি ইউক্রেনের দক্ষিণের ফ্রন্টলাইন থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?