স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ আগস্ট।। জেলা প্রশাসনের নির্দেশ সত্ত্বেও বটতলা থেকে যাত্রী পরিবহন করছে সিএনজি আরবান বাসগুলি।
একই ধরনের অভিযোগ দক্ষিণ ত্রিপুরা বাস মালিক সমিতির দ্বারা উত্থাপিত হয়েছে যারা রাজধানী শহরের নাগেরজলা বাস স্ট্যান্ড থেকে তাদের যানবাহন এবং যাত্রীদের তুলছে। অভিযোগ, বটতলায় একটি অস্থায়ী স্ট্যান্ড থেকে বিভিন্ন যানবাহন দক্ষিণমুখী যাত্রী পরিবহন করে।
এতে নাগেরজলা বাসস্ট্যান্ডে বাস চালকদের ব্যাপক ক্ষতি হয়েছে। এর প্রতিবাদে দক্ষিণ ত্রিপুরা বাস মালিক সমিতি রাজ্য সরকার ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়। তাদের দাবি, বটতলায় নয়, নাগেরজালায় একটি স্ট্যান্ড থাকতে হবে। সব যানবাহনকে সেখান থেকে যাত্রী পরিবহন করতে হবে।
বৃহস্পতিবার সিএনজি আরবাম বাসগুলি বটতলায় দাঁড়িয়ে যাত্রী পরিবহন করছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ জানিয়েছে দক্ষিণ ত্রিপুরা বাস অ্যান্ড অ্যাসোসিয়েশনের নেতৃত্ব। তারা সাফ জানিয়ে দেন, এই ঘটনা আবার ঘটলে নাগেরজলার সব যানবাহন বটতলায় থামিয়ে যাত্রী পরিবহন করবে।
উল্লেখ্য, বর্তমান জেলা ম্যাজিস্ট্রেটও নির্দেশ দিয়েছেন যে বটতলা এলাকায় কোনো যানবাহন পার্কিং করা যাবে না এবং পার্কিং শুধুমাত্র স্ট্যান্ডের ভেতরেই করা যাবে।
কিন্তু ডিএমের নির্দেশ সত্ত্বেও ট্রাফিক পুলিশ সিএনজি আরবান বাসগুলোকে বটতলায় অস্থায়ী স্ট্যান্ড থেকে যাত্রী উঠানোর অনুমতি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। নাগেরজলার বাস চালকরা সমস্যা সমাধানের জন্য মন্ত্রী এবং জেলা প্রশাসনকে ২৪ ঘন্টা সময় দিয়েছেন।