স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ আগস্ট।। অটল বিহারী বাজপেয়ী আঞ্চলিক ক্যান্সার কেন্দ্রে সাফল্যের আরেকটি পালক যোগ হল। মাথার খুলিতে ক্যান্সারজনিত সমস্যায় ভুগছিলেন একজন ৩২ বছর বয়সী রোগী।
সফলতার সাথে হাসপাতালে অপারেশন করা হয়েছে। অপারেশনটি এজিএমসি-এর নিউরোসার্জিক্যাল বিভাগের ওটি-তে করা হয়েছে। আট ঘণ্টার জটিল অপারেশনটি যৌথভাবে ক্যান্সার হাসপাতাল এবং এজিএমসির চিকিৎসকদের একটি দল দ্বারা সম্পাদিত হয়।
আগে এই ধরনের চিকিৎসার জন্য রাজ্য ত্যাগ করা ছাড়া মানুষের আর কোনো উপায় ছিল না। অপারেশনের নেতৃত্বে থাকা ডাক্তারদের দলে ছিলেন ডাঃ সিদ্ধা রেড্ডি, ডাঃ আশীষ কুমার গুপ্ত, ডাঃ মৃণাল দেববর্মা প্রমুখ।
এই বিষয়ে কথা বলতে গিয়ে, এবিভিআরসি-এর মেডিকেল সুপার ডাঃ গৌতম মজুমদার বলেন, অপারেশনটি গুরুতর কারণ মাথার ত্বকে বড় টিউমার তৈরি হয়েছিল এবং এমনকি মাথার খুলির হাড়ের কিছু অংশে প্রসারিত হয়েছিল।
সার্জিক্যাল অনকোলজি টিম এবিভিআরসি এবং জিবি হাসপাতালের নিউরোসার্জারি টিম মাথার খুলির অস্থি সহ মাথার ত্বকের রোগাক্রান্ত অংশ অপসারণ করেছে।
অপারেশনের পর, ক্যান্সারযুক্ত মাথার খুলির ফাঁকা জায়গায় টাইটানিয়াম ধাতুর একটি বিশেষ জাল দিয়ে মাথার খুলিটি পুনর্গঠন করা হয়। মাথার খুলির উপরের চামড়াটি প্রতিস্থাপন করতে হয়েছে বলে জানান ডাঃ মজুমদার।