স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ আগস্ট।। আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে হর ঘর তিরঙ্গা কর্মসূচি রূপায়ণের লক্ষ্যে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং প্রেক্ষাগৃহে আজ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার বিভিন্ন ক্লাব, এনজিও, বাজার কমিটি সহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস।
অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র শ্রী মজুমদার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনায় রাজ্যেও নানা কর্মসূচির মাধ্যমে যথাযথভাবে হর ঘর তিরঙ্গা কর্মসূচি রূপায়ণে নানা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মেয়র শ্রী মজুমদার বলেন, জাতীয়তাবোধের দিশায় ভারত একতাবদ্ধ। ইতিমধ্যেই আমাদের দেশ প্রভূত উন্নতি করেছে। আমাদের দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে হবে।
সভায় মেয়র দীপক মজুমদার বলেন, আজাদিকা অমৃত মহোৎসব উদযাপনে আগরতলা পুরনিগমের প্রতিটি ওয়ার্ড অফিস আলোকসজ্জায় সাজিয়ে তোলা হবে। হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে রক্তদান শিবির আয়োজনের পরামর্শ দেন।
আগরতলা পুরনিগমের মিউনিসিপাল কমিশনার দেবপ্রিয় বর্ধন বলেন, আগামী ৭ আগষ্ট থেকে পুরওয়ার্ড অফিস, রেশনশপে জাতীয় পতাকা পাওয়া যাবে।
যার জন্য নাগরিকদের ২৫ টাকা দিতে হবে। ১৩-১৫ আগস্ট প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলিত থাকবে। সরকারি প্রতিষ্ঠানে প্রতিদিন সকালে পতাকা উত্তোলন হবে এবং সন্ধ্যায় পতাকা নামাতে হবে।