অনলাইন ডেস্ক, ৩ আগস্ট।। যুক্তরাষ্ট্রের স্পিকার ও দেশটির ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় আরও বেশ কিছু পণ্য তাইওয়ান থেকে আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। খবর আলজাজিরা।
বুধবার ভোরে চীনের বাণিজ্য মন্ত্রণালয় তাইওয়ান থেকে বেশ কিছু ফল, দু ধরনের মাছ ও বালু আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয়। এর আগে রাতেই এ ধরনের আরেকটি নিষেধাজ্ঞার কথা জানিয়েছিল বেইজিং কর্তৃপক্ষ; যার আওতায় ছিল বিস্কুট ও কনফেকশনারি দ্রব্যসহ বেশ কিছু পণ্য।
তাইপেই টাইমস জানিয়েছে, তাইওয়ানের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিচালক উ শউ-মেই বলেছেন, রাতারাতি নেওয়া এই পদক্ষেপগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে কারণ অন্য জায়গার পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তুলনায় তাইওয়ানের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ভিন্ন আচরণ করা হচ্ছে।
চীনের সাথে তাইওয়ানের বাণিজ্য সম্পর্ক অনেক গভীর এবং তাইওয়ানের রপ্তানির প্রায় ত্রিশ ভাগই চীনে হয়ে থাকে। দেশ দুটি একে অপরের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। চীনের হুমকি উপেক্ষা করেই গতকাল তাইওয়ান সফরে যান ন্যান্সি পেলোসি।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ২৫ বছরের মধ্যে এই প্রথম মার্কিন হাউসের কোনো স্পিকার তাইওয়ান সফর করলেন। এ সফর নিয়ে কয়েকদিন ধরে মার্কিন-চীন সম্পর্ক নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এমনকি জো বাইডেন প্রশাসনের সতর্কতা সত্ত্বেও তাইওয়ানে অবতরণ করলেন পেলোসি।