স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ১ আগস্ট।। সোমবার আচমকাই ধর্মনগর জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে সংবাদ মাধ্যমের সক্রিয়তা শুরু হতেই সাড়ে ছয় ঘণ্টা পর ফের পরিষেবা চালু করা হয়।
সোমবার সকাল থেকে হাসপাতালে একটি নোটিশ টাঙ্গিয়ে সিটি স্ক্যান পরিসেবা বন্ধ করে দেওয়া হয়।
সেই নোটিশে লেখা ছিলো, টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে বিনামূল্যে সিটি স্ক্যান পরিসেবা বিষয়ক চুক্তি গত ৩১ শে জুলাই শেষ হয়েছে। চুক্তি পুনর্নবীকরণ না হওয়া এবং পরবর্তী নির্দেশ না আসা অব্ধি সিটি স্ক্যান পরিষেবা বন্ধ থাকবে। এর ফলে বিপাকে পড়ে দূরদূরান্ত থেকে আসা রোগীরা।
প্রায় ৪০-৪৫ জন রোগী এদিন লাইয়ে দাঁড়িয়ে তাদের সমস্যার কথা জানান। একপ্রকার থমকে যায় জেলা হাসপাতালের উন্নত স্বাস্থ্য পরিষেবার এই বিশেষ অংশ।
হাসপাতালে আসা রোগীর আত্মীয় স্বজনরা অনেক চেষ্টা করেও সিটি স্ক্যান করাতে না পেরে, সংবাদ মাধ্যমকে এই বিষয়ে অবগত করেন।
সাংবাদিকরা জেলা হাসপাতালে গিয়ে খোঁজ খবর শুরু করতেই বিষয় টি নিয়ে দৌড়ঝাঁপ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শেষে পুনরায় পরিষেবা চালু করা হয়।