স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ আগস্ট।। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ সকালে বর্ডার গোলচক্করস্থিত লাইট হাউজ প্রোজেক্টের কাজ সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রোজেক্টের বিভিন্ন সমস্যাগুলি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের খুব দ্রুত তা নিরসনে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী শ্রী সাহা বলেন, দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে আবাসনের সংকট দূর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এটি একটি স্বপ্নের পরিকল্পনা। দেশের ৬টি রাজ্যে লাইট হাউজ নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যে চেন্নাইতে নির্মীয়মান এই প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে। রাজ্যে এই প্রকল্পের কাজ দ্রুত শেষ করাই সরকারের লক্ষ্য।
পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সাংবাদিকদের জানান, লাইট হাউজ প্রকল্পটি দেশের দরিদ্র অংশের মানুষের জন্য আবাসন নির্মাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক অতুলনীয় পদক্ষেপ। এই প্রকল্পে রাজ্যে আবাস সমস্যা অনেকটাই দূর করা সম্ভব হবে। প্রোজেক্টের কাজে যে সমস্ত সমস্যা রয়েছে তা দ্রুত সমাধান করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি, ২০২১ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের উদ্বোধন করেন। লাইট হাউজ প্রকল্পে অত্যাধুনিক প্রযুক্তিতে ১,০০০টি ঘর থাকবে। আগরতলার আখাউড়া সীমান্তে গোলচক্কর বাজারে ৩৩ হাজার বর্গ মিটার এলাকায় এই লাইট হাউজ প্রকল্পের কাজ চলছে।
ইতিমধ্যে ৯০০’র অধিক মানুষ আগাম টাকা দিয়ে ঘর বুক করে রেখেছেন। এতে ৭ তলা বিশিষ্ট মোট ৭টি বিল্ডিং থাকবে। প্রকল্প ব্যয় ১৬২.৫০ কোটি টাকা। প্রতিটি গৃহের আয়তন হবে ৩০ বর্গ মিটার। এরজন্য বায় হবে ১৬.২৫ লক্ষ টাকা।
পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন মন্ত্রী মনোজ কান্তি দেব, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মুখ্যসচিব জে কে সিনহা, পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন, নগর উন্নয়ন দপ্তরের সচিব কিরণ গিতো, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন প্রমুখ।