স্টাফ রিপোর্টার, খোয়াই, ৩০ জুলাই।। সভ্যতার অগ্রগতিতে বিদ্যুতের কোনও বিকল্প নেই। তাই সরকার বিদ্যুৎ পরিষেবা রাজ্যের প্রান্তিক এলাকায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে।
আজ খোয়াই জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে উজ্জ্বল ভারত উজ্জ্বল ভবিষ্যৎ-পাওয়ার ২০৪৭ উপলক্ষে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন।
অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী শ্রীদেববর্মা বলেন, রাজ্যের আর্থিক বিকাশের কাজ ত্বরান্বিত করতে সরকার কৃষির বিকাশ ও কৃষকের কল্যাণে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। কৃষির বিকাশও নির্ভর করে বিদ্যুতের উপর। বিদ্যুৎ পরিষেবা গ্রামে গ্রামে পৌঁছে গেলেই সেচের ব্যবস্থা ত্বরান্বিত হয়। তিনি বলেন, রাজ্য সরকার সৌর বিদ্যুৎকেও কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে। সৌর বিদ্যুতের মাধ্যমে গ্রামীণ এলাকায় স্ট্রিটলাইট জ্বালানো হচ্ছে।
খোয়াই জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, বিদ্যুৎ দপ্তরের সচিব বিজেশ পান্ডে, জেলাশাসক এল টি দার্নং, পাওয়ার গ্রিড কর্পোরেশনের প্রজেক্ট ডিরেক্টর অভয় চৌধুরী, ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সির ডিরেক্টর জেনারেল মহানন্দ দেববর্মা, প্রজেক্ট ডিরেক্টর স্বরাজ দেববর্মা, অতিরিক্ত জেলাশাসক সুশান্ত কুমার সরকার ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের পদস্থ আধিকারিকগণ।
খোয়াই জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুঙ্গিয়াকামী ব্লকের নোনাছড়ার মাইক্রো গ্রিড সোলার পাওয়ার প্ল্যান্টের সুবিধাভোগী কালহা রিয়াংয়ের সাথে মতবিনিময় করেন।
এদিকে, আজ খোয়াই নতুন টাউনহলে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে উজ্জ্বল ভারত উজ্জ্বল ভবিষ্যৎ কর্মসূচিতে বিদ্যুৎ মহোৎসব অনুষ্ঠিত হয়। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড ও পাওয়ার গ্রিডের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রশান্ত দেববর্মা, খোয়াই পুরপরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথশর্মা, পাওয়ার গ্রিড কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডের খোয়াই জেলার নোডাল অফিসার প্রিয়ম দাস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস। বিদ্যুৎ মহোৎসব উপলক্ষে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের উপর তথ্যচিত্র প্রদর্শিত হয়।