অনলাইন ডেস্ক, ৩১ জুলাই।। যুদ্ধের তীব্রতা বাড়ায় ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চল থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।
শনিবার রাতে কিয়েভ থেকে এক ভাষণে জেলেনস্কি যুদ্ধের তীব্রতা সম্পর্কে সতর্ক করেন। ‘অধিকাংশ মানুষই এখন দোনেৎস্ক অঞ্চল ছেড়েছেন। যে অল্পসংখ্যক আছেন তাদের হত্যার জন্য রুশ বাহিনীর হাতে সময় থাকবে’ বলেন তিনি।
রাশিয়ান বাহিনী ধীর গতিতে আগাচ্ছে। এর মধ্যেই এই অঞ্চলে বড় সংঘর্ষ দেখা গেছে। রুশ বাহিনী ইতিমধ্যে অধিকাংশ অঞ্চল দখলে নিয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়ান সন্ত্রাসীদের ঠেকাতে এবং লোকজনের প্রাণ বাঁচাতে আমরা যত সম্ভব সব ধরনের সুযোগ কাজে লাগাবো।
দুদিন আগে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন দোনেৎস্ক শহরের একটি কারাগারে আটক ৪০ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দী ইউক্রেনেরই গোলাবর্ষণে নিহত হয়েছে বলে রাশিয়া অভিযোগ তোলে।
ইউক্রেনের অভিযোগ, রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের হাতে দোনেৎস্ক অঞ্চলের অন্য অংশে ৫০ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দীর মৃত্যু হয়।
জেলেনস্কি এই ঘটনার তদন্তের জন্য জাতিসংঘ এবং রেড ক্রস কর্মকর্তাদের আমন্ত্রণও জানিয়েছেন।