স্টাফ রিপোর্টার, সাব্রুম, ৩১ জুলাই।। রবিবার
সাতসকালে সাব্রুম দমদমা পঞ্চায়েতের বসাকপাড়ায় রাবার বাগানে তপন দাসের মৃতদেহ উদ্ধার হয়। তিনি গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন।
পরিবারের অভিযোগ খুন করে মৃতদেহ বাগানে ফেলে দেওয়া হয়। এর আগে পরিবারের তরফ থেকে থানায় জিডি করা হয়েছে কিন্তু পুলিশ কোন তৎপরতা দেখায়নি।
রবিবার সকালে স্থানীয় জনগণ মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।
পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।