অনলাইন ডেস্ক, ৩১ জুলাই।। এক দশকের ব্যবধানে ক্রিকেটে দুটি বিশ্ব শিরোপা জিতেছিল ইংলিশরা। ২০১০ সালে পল কলিংউডের নেতৃত্বাধীন ইংল্যান্ড সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয়।
সেটিই ক্রিকেটে তাদের প্রথম বিশ্বকাপ জয়। দ্বিতীয়টি ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়। রোমাঞ্চকর সে ফাইনালের স্মৃতি ক্রীড়া পাগলদের মনে এখনও দাগ কেটে আছে।
কিন্তু ফুটবলে টেমস নদীর তীরবর্তীরা শেষ কবে শিরোপা জিতেছিল। এমন স্মৃতি হয়তো বর্তমান প্রজন্মের কেউ মনে করতে পারবে না। ১৯৬৬ সালের পর যে আর শিরোপা স্পর্শ করতে পারেনি তারা। ৫৬ বছর পর ফুটবলে ফের শিরোপা জয়ের হাতছানি ইংল্যান্ডের সামনে।
তাও সেটা নারী ফুটবলারদের হাত ধরে। আজ রাত ১০ টায় ওয়েম্বলিতে নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা মুখোমুখি হবে জার্মানির। ফাইনালে নামার আগে ইংলিশরা তাই ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।
ইতিহাসের দ্বারপ্রান্তে ইংল্যান্ড আগেও একাধিকবার গিয়েছে। মেয়েরাই নয়, গতবছরও ছেলেদের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ইংলিশরা। কিন্তু টাইব্রেকারে ইতালির কাছে হেরে শিরোপা বঞ্চিত হন হেরি কেইনরা। ২০০৯ সালে ইংল্যান্ড নারী ফুটবল দল ফাইনালে গিয়েছিল।
সেবার তারা জার্মানির কাছে ৬-২ গোলের ব্যবধানে হেরেছিল। সেবার জার্মানি সপ্তমবারের মতো শিরোপা জয় করেছিল। এই টুর্নামেন্টে আটবার চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৯৫ থেকে ২০১৩ পর্যন্ত টানা ছয়বার শিরোপা জেতে তারা। এর আগে পশ্চিম জার্মানি ১৯৮৯ সালে প্রথম শিরোপা জয়ের স্বাদ পায়।
১৯৯১ সালে জার্মানি নাম নিয়ে প্রথমবার খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয় দলটি। তাদের সামনে আজ সুযোগ নবম শিরোপা জয়ের। অন্যদিকে ইউরোতে প্রথম শিরোপা জয়ের সুযোগ ইংলিশদের। পাশাপাশি ১৯৬৬ সালের প্রথম বড় কোনো শিরোপা জয়। যা ইংলিশ নারী ফুটবলকে পৌছাতে পারে অনন্য এক উচ্চতায়।