স্টাফ রিপোর্টার, মোহনপুর, ২৯ জুলাই।। রক্তদানের কোনও বিকল্প নেই। রক্তদান একটি মহৎ দান। আজ মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে এক রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।
অনুষ্ঠানে তিনি বলেন, আগে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন ও ক্লাবগুলি রক্তদান শিবিরের আয়োজন করতো। এখন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উদ্যোগেও রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন জেলার বিভিন্ন অফিসে রক্তদান শিবিরের যে উদ্যোগ নিয়েছে তা খুবই প্রশংসনীয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক কৃষ্ণধন দাস ও পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন।
স্বাগত বক্তব্য রাখেন মহকুমা শাসক অনিরুদ্ধ রায়। সভাপতিত্ব করেন। মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ। শিবিরে ৩৬ জন রক্তদান করেন।
উল্লেখ্য, মোহনপুর মহকুমা প্রশাসন, মোহনপুর পুরপরিষদ ও মহকুমার বিভিন্ন সরকারি দপ্তরের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।