স্টাফ রিপোর্টার, খোয়াই, ২৯ জুলাই।। মা হর সিদ্ধি ইনফ্রা ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড নামক সংস্থা রাজ্য বিদ্যুৎ নিগমের হয়ে কাজ করেছে।
তারা বিদ্যুৎ নিগম থেকে কাজ নিয়ে স্থানীয় ঠিকেদারদের দিয়ে কাজ করায়। কিন্তু গত ১ বছর ধরে ওই কোম্পানি স্থানীয় ঠিকেদারদের বিল পরিশোধ করছে না।
কোম্পানির দাবি বিদ্যুৎ নিগম তাদের ৪০ কোটি টাকার বিল আটকে রেখেছে। তাই নিগম থেকে টাকা না পেলে তারা ঠিকেদারদের বিল পরিশোধ করতে অক্ষম।
ঠিকেদারদের আশঙ্কা হয়তো এই কোম্পানি রাজ্য ছেড়ে পালিয়ে যেতে পারে। এই ব্যাপারে তারা রাজ্য প্রশাসনের সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।