অনলাইন ডেস্ক, ২৯ জুলাই।। প্রধানমন্ত্রীর কথায়, একটি শক্তিশালী সরকার নিয়ন্ত্রক নয় বরং সংবেদনশীল। একটি শক্তিশালী সরকার প্রতিটি ডোমেইনে চলে না। শক্তিশালী সরকার নিজেকে সীমাবদ্ধ করে ও মানুষের প্রতিভার জন্য স্থান করে দেয়।
শুক্রবার চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের ৪২-তম সমাবর্তন অনুষ্ঠানে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, গত বছরে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন প্রস্তুতকারক ছিল।
উদ্ভাবন জীবনের একটি উপায় হয়ে উঠছে। বিগত ৬ বছরে স্বীকৃত স্টার্ট আপের সংখ্যা ১৫ হাজার শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রীর কথায়, যখন শিল্প এবং উদ্ভাবন ভাল হয়, বিনিয়োগও অনুসরণ করে।
গত বছর ভারত ৮৩ বিলিয়ন ডলারের বেশি এফডিআই পেয়েছে। আমাদের স্টার্ট-আপগুলিও মহামারী পরবর্তী সময়ে রেকর্ড ফান্ডিং পেয়েছে। সর্বোপরি, আন্তর্জাতিক বাণিজ্য গতিশীলতায় ভারতের অবস্থান সর্বকালের সেরা।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, প্রযুক্তির নেতৃত্বে বাধার এই যুগে, আপনাদের পক্ষে ৩টি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে। প্রথম ফ্যাক্টর প্রযুক্তির জন্য রূচি রয়েছে। প্রযুক্তির ব্যবহারে স্বাচ্ছন্দ্যের অনুভূতি বাড়ছে। এমনকি দরিদ্ররাও প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছেন।