অনলাইন ডেস্ক, ২৭ জুলাই।। বাড়িতে একমাসে বিদ্যুতের বিল এসেছে ৩,৪১৯ কোটি টাকার। আর তা দেখা পরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল বাড়ির কর্তাকে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গ্বালিয়রের। গ্বালিয়রের শিববিহার কলোনির বাসিন্দা প্রিয়ঙ্কা গুপ্তর বাড়িতে পৌঁছেছিল বিদ্যুতের বিল।
সেখানে টাকার পরিমান লেখা ছিল ৩,৪১৯ কোটি টাকা। তা দেখার পরেই চোখ কপালে উঠেছিল পরিবারের। তা দেখার পরেই প্রিয়াঙ্কার শ্বশুরমশাই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে।ওই বৃদ্ধর ছেলে সঞ্জীব বাবার অসুস্থতার জন্য বিদ্যুৎ দপ্তরকেই দায়ী করেছে।
এই খবর সামনে আসতেই ওই বিদ্যুৎ বিতরণ কোম্পানিও নড়েচড়ে বসে।ওই কোম্পানির তরফ থেকে ভুল বিল পাঠানোর কথা স্বীকার করা হয়েছে। নতুন বিলে এক মাসে বিদ্যুতের খরচ ১৩০০ টাকা হয়ে বলে জানানো হয়েছে।
পরিবহণ কর্তৃপক্ষের জেনারেল ম্যানেজার নিতিন মঙ্গলিক জানিয়েছেন, এক কর্মীর ভুলের জন্য এমনটা হয়েছে। এর জন্য তারা দুঃখিত। মধ্যপ্রদেশের বিদ্যুৎ মন্ত্রী প্রদ্যুমান সিংহ তোমর জানিয়েছেন, যে কর্মীর জন্য এমনটা হয়েছে তাঁকে চিহ্নিত করা হবে।