অপহৃতা ছাত্রীকে উদ্ধারে ব্যর্থ পুলিশ, প্রতিবাদে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ সোনামুড়ায়

স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ২৭ জুলাই।। এক নাবালিকা স্কুলছাত্রীকে রাস্তা থেকে ফিল্মি কায়দায় অপহরণ করার ৭২ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও উদ্ধার করতে পারেনি সোনামুড়া থানার পুলিশ। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাস্তা অবরোধ করলো ছাত্রসমাজ। বুধবার ফের টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এদিকে ৭২ ঘন্টা অতিক্রান্ত হলেও মা তার মেয়ের মুখ দেখতে পারছে না, বেঁচে আছে কিনা না তাও জানা নেই, মেয়ে হয়ে জন্মানোই কি অপরাধ? ৪৮ ঘন্টা খাওয়া দাওয়া নেই মায়ের, প্রকাশ্যে দিন-দুপুরে মেয়েকে অপহরণ করায়,জনমনে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। এই রাজ্যে কি আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই ? কাদের প্রশ্রয়ে এই সমাজের বখাটেরা প্রকাশ্যে দিবালোকে নাবালিকা ছাত্রীকে অপহরণ করে ?

উল্লেখ্য গত রবিবার সকাল সোনামুড়া মহকুমার কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের আওতাধীন বলেরডেপা গ্রামের এক নাবালিকা স্কুল ছাত্রী তার বান্ধবীদের সাথে প্রাইভেট পড়তে যাওয়ার পথে, বলেরডেপা চৌমুনীতে প্রকাশ্যে দিবালোকে পথরোধ করে এলাকার বখাটে যুবক ও তার সাঙ্গো পাঙ্গরা। তখনই মেয়েটি এই বখাটের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চৌমুনীর কিছু লোকের পায়ে ধরে সহযোগিতা চায়।

কিন্তু মেয়েটির সহযোগিতায় কেউ এগিয়ে আসেনি। এক পর্যায়ে বখাটেদের ভয়ে অজ্ঞান হয়ে পড়েন নাবালিকা কন্যাটি. তখনই অচেতন অবস্থায় সবার সামনে থেকে মেয়েটিকে জোর পূর্বক টেনে হেচরে গাড়িতে তুলে নিয়ে চলে যায় বলে জানান ঘটনার প্রত্যাক্ষদর্শী তার বান্ধবীরা।

এদিকে নাবালিকা ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, নিরাপত্তাহীনতায় ভুগছে অসহায় পরিবারটি।এদিকে মঙ্গলবার সোনামুড়া মহকুমার ছাত্রসমাজ স্কুলছাত্রীকে উদ্ধারের দাবিতে সোনামুড়া থানা ঘেরাও করে , এবং থানা থেকে কোন সদুত্তর না পাওয়ায় তারা সেখান থেকে সোনামুড়া ব্রিজ চৌমুনী তে পথ অবরোধে বসে।

তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত নাবালিকা স্কুলছাত্রীটি উদ্ধার হচ্ছে তাদের আন্দোলন জারি থাকবে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সোনামুড়া থানার সেকেন্ড অফিসার সহ অন্যান্য পুলিশ আধিকারিক রা। কিন্তু তাতেও অবরোধ মুক্ত করছে না অবরোধকারীরা।

তাদের একটাই দাবি যতক্ষণ পর্যন্ত মহকুমা পুলিশ আধিকারিক অথবা মহাকুমার শাসক থেকে কোন আশ্বাস না পায় ততক্ষণ পর্যন্ত এই অবরোধ জারি থাকবে। এ নিয়ে গোটা সোনামুড়া এলাকায় এখনো চাঞ্চল্য বিরাজ করছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?