অনলাইন ডেস্ক, ২৭ জুলাই।। মূল্যবৃদ্ধি, ২৩ জন সাংসদকে রাজ্যসভা থেকে সাসপেন্ড-সহ নানা ইস্যুতে বুধবারও সংসদের উভয়কক্ষে বিক্ষোভ দেখালেন কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা।
স্লোগান ও তুমুল হইহট্টগোলের কারণে সংসদের উভয়কক্ষের অধিবেশন দুপুর বারোটা অবধি মুলতুবি করে দেওয়া হয়। এদিন বেলা এগারোটা নাগাদ সংসদের উভয়কক্ষের অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যুতে স্লোগান দিতে থাকেন কংগ্রেস-সহ বিরোধীরা সাংসদরা।
ফলে বারোটা অবধি মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। এদিকে, ২৩ জন সাংসদকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করার বিরুদ্ধে এদিন সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন মল্লিকার্জুন খাড়গে-সহ কংগ্রেসের অনেক নেতা। লোকসভা থেকে সাসপেন্ড হওয়া ৪ জন সাংসদ এদিন সংসদের ১ নম্বর গেটে ধর্ণা দিতে থাকেন।