স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ জুলাই।। সোমবার শিক্ষামন্ত্রী রতন লাল নাথের বাসভবনের সামনে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস নেতা ও কর্মীরা “স্টেপ ডাউন” স্লোগান তুলে বিক্ষোভ দেখান। যুব কংগ্রেস কর্মীরা কালো পতাকা দেখিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর পদ থেকে অবিলম্বে রতন লাল নাথের পদত্যাগ দাবি করেন।
যুব কংগ্রেসের সহ-সভাপতি শাহজাহান ইসলাম সাংবাদিকদের সম্বোধন করার সময় বলেন, “প্রতিদিন ছাত্ররা রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তায় বিক্ষোভ করতে দেখা যায় রাজ্যের সরকারি স্কুলগুলিতে বিভিন্ন সমস্যা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে শিক্ষকের অভাবের অভিযোগে”।
“রতন লাল নাথের অধীনে রাজ্যের শিক্ষাব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। রতন লাল নাথ রাজ্যের শিক্ষা ব্যবস্থা চালাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন”, অভিযোগ যুব কংগ্রেসের সহ-সভাপতি শাহজাহান ইসলামের।
যুব কংগ্রেস কর্মীরা আরও যোগ করেছেন, “বিশাল সংখ্যা সত্ত্বেও TET যোগ্য যুবকদের ঘরে বসে বেকার, শিক্ষামন্ত্রী আজ পর্যন্ত কোনো উপযুক্ত বক্তব্য দিতে পারেননি। তিনি গভীর ঘুমে। আর অন্যদিকে, একজন শিক্ষক প্রতিদিন ৮-১০টি ক্লাস নিতে বাধ্য”।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক স্বল্পতার বিষয়ে ছাত্রদের বিক্ষোভের বেশ কয়েকটি ঘটনা জানা গেছে।
রাজ্যের শিক্ষামন্ত্রীকে এই পদের যোগ্য নন বলে দাবি করে প্রদেশ যুব কংগ্রেস রাজ্যের শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধার করতে রতন লাল নাথের অবিলম্বে পদত্যাগ দাবি করেছে। বিক্ষোভ প্রদর্শনকারীদের পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেফতার করে নিয়ে যায়।