স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ২৫ জুলাই।। আইন শৃঙ্খলা কোন জায়গায় গিয়ে ঠেকলে একজন স্কুল ছাত্রীকে মাঝ রাস্তায় সবার সামনে থেকে ৩-৪ জন মিলে অপহরণ করে নিয়ে যায়।
আবার ঘটনার ২৪ ঘণ্টা পরেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। অথচ নাবালিকার বাবা-মা জানিয়েছেন কারা এই ঘটনার সাথে জড়িত। সোনামুড়া থানা এলাকায় রবিবার এই ঘটনা।
ওই নাবালিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল আতিকুল ইসলামের ছেলে নাম সোহাগ মিয়া। কিন্তু নাবালিকার পরিবার ১৮ বছরের আগে মেয়ের দিতে চায়নি। সেই কারণেই নাকি তাকে অপহরণ করা হয়।
ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অবিলম্বে পুলিশ অপহৃত নাবালিকাকে উদ্ধার করার দাবী জানিয়েছেন পরিবারের লোকজন।