২৪ ঘন্টায় দেশে নতুন করে রোনা আক্রান্ত ১৬ হাজার ৮৬৬ জন, মৃত্যু হয়েছে ৪১ জনের

অনলাইন ডেস্ক, ২৫ জুলাই।। ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮৬৬ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৪১ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমলেও, ১ লক্ষ ৫০ হাজারের ঊর্ধ্বে রয়েছে। দৈনিক সংক্রমণের হার ৭.০৩ শতাংশ।

রবিবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮৬৬ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ৫০ হাজার ৮৭৭-তে পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১,৩২৩ জন।

এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৩৪ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৬ লক্ষ ৮২ হাজার ৩৯০ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ২,০২,১৭,৬৬,৬১৫ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪১ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৬,০৭৪ জন। রবিবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ১৮,১৪৮ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩২,২৮,৬৭০ জন করোনা-রোগী।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?