গন্ডাছড়া থানার বিরুদ্ধে নানাহ অভিযোগ উঠল সাধারণ মানুষের তরফে

স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ২৩ জুলাই।। দীর্ঘদিন যাবতই গন্ডাছড়া মহকুমা থানার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে। একাধিক ঘটনা নিয়ে সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ রয়েছে।

এবার যান চালক সহ পথ চলতি মানুষের অভিযোগ গন্ডাছড়া মহকুমায় ট্রাফিক ব্যবস্থা না থাকায় যান দুর্ঘটনা যেন গন্ডাছড়া মহকুমার পিছু ছাড়তে চাইছে না।

গত এক বছরে মহকুমায় একাধিক যান দুর্ঘটনায় অনেকে জীবনের জন্য পঙ্গু হয়েছেন আবার অনেকে প্রাণ হারিয়েছেন। তবু কোন এক অজ্ঞাত কারণে নীরব ভূমিকা পালন করে চলেছে ধলাই জেলার পুলিশ কর্মকর্তারা। পুলিশের চরম গাফিলতির ফলে শনিবার সাতসকালে আরো একটি ঘটে গেলো যান দুর্ঘটনা। অল্পেতে রক্ষা পেলো বেশ কয়েক জন যাত্রী।

ঘটনাটি ঘটে শনিবার সকাল নয়টা নাগাদ। সংবাদের বিবরণে জানা গিয়েছে গন্ডাছড়া থেকে টি আর ০১এল ৯৬১৭ নম্বরের একটি বাইকে করে কাজের উদ্দেশ্যে মাহকুমার জগবন্ধুপাড়ায় রওনা হয়। ওই সময়ে জগবন্ধুপাড়া থেকে টি আর ০৪সি ০৭২৩ নম্বরের একটি মারুতি গাড়ি গন্ডাছড়ায় আসছিলো।

ওই সময় গন্ডাছড়া মহকুমার উল্টাছড়া টি এস আর হেড কোয়ার্টার সংলগ্ন স্থানে বাইক এবং মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গেই গন্ডাছড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরতর আহত তিন ব্যক্তিকে উদ্বার করে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ভর্তি করে।

ফায়ার সার্ভিস -এর জনৈক কর্মকর্তা জানান যাদের গুরতর অবস্থায় উদ্বার করে হাসপাতালে আনা হয়েছে তারা হলেন কর্ণমনি চাকমা, প্রসেনজিৎ চাকমা এবং রজতকুমার চাকমা। তাদের সকলের বয়স আঠারো থেকে পঁচিশের মধ্যে।

আহতরা সকলই গন্ডাছড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধিন। কিন্তু জনসাধারনের একটি প্রশ্নই জিজ্ঞাস্য কবে থামবে এই দুর্ঘটনা। কবে সরব হবে পুলিশ। কবে গন্ডাছড়া মহকুমায় মোতায়েন করা হবে সাদা উর্দিধারী ট্রাফিক পুলিশ। কবে শুরু হবে বেআইনি ছোট বড় যান চালকদের বিরুদ্ধে ট্রাফিক অভিযান? অপেক্ষায় গন্ডাছড়ার মহকুমাবাসী।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?