অনলাইন ডেস্ক, ২৩ জুলাই।। বয়সের ফারাকের জন্য বারবারই মুখরোচক খবরে থাকেন বলিউড জুটি মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, এবার আইনিভাবে একসঙ্গে থাকতে যাচ্ছেন তারা।
কিন্তু তার আগেই বিশাল অঙ্কের লোকসান দিয়ে আইটেম গার্লের পাশ থেকে সরে এলেন বলিউড নায়ক। না, দুই তারকার প্রেম ভাঙেনি। আলাপটা বৈষয়িকও বটে!কিছুদিন আগেই মালাইকার অ্যাপার্টমেন্টের পাশেই বান্দ্রায় একটি ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন।
২০ কোটি রুপি দিয়ে সেই অ্যাপার্টমেন্ট কিনেছিলেন তিনি। শোনা যাচ্ছিল, খুব তাড়াতাড়িই সেখানে শিফট করে যাবেন। মালাইকার বাড়ির কাছাকাছি ছিল সেই বিল্ডিং। একই বিল্ডিঙে ফ্ল্যাট কিনেছেন করণ কুন্দ্রা ও সোনাক্ষী সিনহাও।
সম্প্রতি জানা গেছে, চার বেডরুমের সেই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বিক্রি করে দিয়েছেন অর্জুন। এর জেরেই প্রায় ৪ কোটি রুপি ক্ষতি হয়েছে তার। ২০ কোটি দিয়ে কিনে কয়েক মাসের মধ্যেই মাত্র ১৬ কোটিতে বেচে দিয়েছেন অভিনেতা। আপাতত জুহুতে পুরোনো অ্যাপার্টমেন্টেই থাকছেন তিনি।
কেন কোটি কোটি টাকা ক্ষতি করেই বান্দ্রার অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন অর্জুন, তা নিয়েই বিটাউনে শুরু হয়েছে নয়া জল্পনা। তাহলে কি মালাইকার সঙ্গে কোনো সমস্যা তৈরি হয়েছে অর্জুনের? বিয়ে করার পরিকল্পনা কী পিছিয়ে দিলেন দুই তারকা? প্রশ্ন অনেক, উত্তর সময়ের অপেক্ষা।