স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ জুলাই।। ভারতের নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য রাজ্যের ২২ সদস্যের জনজাতি সম্প্রদায়ের একটি সাংস্কৃতিক দল নতুন দিল্লি যাচ্ছে।
এই সাংস্কৃতিক দলে ২০ জন শিল্পী ও ২ জন আধিকারিক রয়েছেন। সাংস্কৃতিক দলটি নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।
নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে রাজ্যের সাংস্কৃতিক দলটি রাজ্যের জনজাতি সম্প্রদায়ের ঐতিহ্যময় নৃত্য ধারা তুলে ধরবে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার নির্দেশে এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরীর উদ্যোগে এই সাংস্কৃতিক দলটি আজ দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে।