অনলাইন ডেস্ক, ২১ জুলাই।। দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তাঁর বাসভবনে গিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) প্রার্থী মুর্মুকে বৃহস্পতিবার তিন রাউণ্ড গণনা শেষে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রী মোদী চাণক্যপুরীতে তাঁর বাসভবনে গিয়ে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি জেপি নড্ডাও।
নড্ডাও নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তৃতীয় দফার গণনা শেষে মুর্মু একটি নির্ণায়ক লিড নিয়ে জয়ী হয়েছেন।
রাষ্ট্রপতি নির্বাচনে তৃতীয় রাউন্ডের ভোট গণনার পর মুর্মু মোট ৩২১৯ ভোটের মধ্যে ২১৬১ ভোট পেয়েছেন, যার ভোটের মূল্য ৫,৭৭,৭৭৭ এবং সিনহা ১০৫৮ ভোট পেয়েছেন, যার ভোটের মূল্য ২,৬১,০৬২ ।