স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ জুলাই।। রাজ্যে কোভিডের বর্তমান অবস্থা নিয়ে রাজ্যভিত্তিক টাস্ক ফোর্সের এক সভা আজ সচিবালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুখ্যসচিব জে কে সিনহা। রাজ্যভিত্তিক টাস্ক ফোর্সের সভায় রাজ্যে কোভিডের বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
গত ১১ জুলাই, ২০২২ তারিখে রাজ্যভিত্তিক টাস্ক ফোর্সের সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়েও সভায় আলোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত অনুসারে রাজ্যের জনগণকে মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
মাস্ক না পরার বিরুদ্ধে অভিযান করার জন্য আরক্ষা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। মাস্ক না পরলে এখন থেকে ২০০ টাকা জরিমানা করার বিষয়েও সভায় আলোচনা হয়। স্বাস্থ্যসচিব ডা. দেবাশিস বসু জানান, কোভিডের বিধিনিষেধ সম্পর্কে রাজ্যের জনগণকে সচেতন করতে আইইসি কর্মসূচি রাজ্যব্যাপী সংঘটিত করা হবে।
এক্ষেত্রে রাজ্যের বিভিন্ন স্থানে কোভিডের বিধিনিষেধ সংক্রান্ত ডিজিটাল ডিসপ্লে বোর্ড লাগানো, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, আগরতলা বিমানবন্দরে প্রচার অভিযান, কোভিডের বিধিনিষেধ সম্পর্কে গ্রাম শহরে প্রচার করার লক্ষ্যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের নিযুক্ত করা হয়েছে। স্বাস্থ্য সচিব জানান, এখন থেকে পাবলিক প্লেসে কোভিডের বিধিনিষেধ যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা তা নিয়মিত তদারকি করা হবে।
এদিকে আজ সন্ধ্যায় সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে কোভিড সংক্রান্ত বিষয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য সচিব ডা. দেবাশিস বসু জানান, আজ মোট ৪,৩২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৮২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২,০৭০ জন। এরমধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ২০৩৯ জন এবং ৩১২ জন আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে চিকিৎসারত। সাংবাদিক সম্মেলনে কোভিড টিকাকরণ নিয়ে ডা. মৌসুমী সরকার জানান, রাজ্যে এখন পর্যন্ত মোট ৫৫ লক্ষ ৫৯ হাজার ৭৮৭টি টিকাকরণ করা হয়েছে।
এরমধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৮ লক্ষ ৯৮ হাজার ৫৭২টি, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৪ লক্ষ ৭৫ হাজার ৪৩৪টি এবং সুরক্ষা ডোজ দেওয়া হয়েছে ১ লক্ষ ৮৫ হাজার ৭৮১টি। সাংবাদিক সম্মেলনে এছাড়াও রাজস্ব দপ্তরের অতিরিক্ত সচিব অনিন্দ্য ভট্টাচার্য উপস্থিত ছিলেন।