অনলাইন ডেস্ক, ২১ জুলাই।। আরও পড়ল টাকার দাম। বৃহস্পতিবার শেয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গে টাকার দাম পড়তে শুরু করে। টাকার দামের পতনে উদ্বিগ্ন লগ্নীকারীরা।
এদিন বাজার খোলার সময় ডলারের তুলনায় টাকার দাম ছিল ৮০.০৩ টাকা। আর পরের এক ঘণ্টার মধ্যে টাকার দাম আরও পড়ে দাঁড়ায় ৮০.০৬ টাকা। গতকালও বাজার সাক্ষী ছিল টাকার দামের পতনের। ডলারের তুলনায় টাকার দাম ছিল ৮০ টাকা।
পাশাপাশি এদিন পতন হয় শেয়ার সূচকের । বাজার খোলার সঙ্গে সঙ্গে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ১০১ পয়েন্ট পড়ে যায়। সূচক থামে ৫৫, ২৯৭ পয়েন্টে। নিফটির সূচক ২৯ পয়েন্ট কমে দাঁড়ায় ১৬, ৪৯২ পয়েন্টে। এদিন ৩০টি সংস্থার শেয়ারের দাম পড়ে যায়।
সেই সব শেয়ারগুলি হল উইপ্রো, কোটাক ব্যাঙ্ক, লার্সেন অ্যান্ট টুবরো, এইচডিএফসি ব্যাঙ্ক, ইনফোসিস, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, বাজাজ ফাইনান্স।