স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ জুলাই।। অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজ্যুমারস অ্যাসোসিয়েশনের অধীনস্ত সংগঠন
ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন আগরতলাতে বিদ্যুৎ (সংশোধনী) বিল- ২০২১ প্রত্যাহার সহ ছয় দফা দাবিতে বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছে বৃহস্পতিবার।
আন্দোলনকারীদের অভিযোগ যে কেন্দ্রীয় সরকার ২০২১ সালে তিনটি বিভাগে বিদ্যুৎ খাতের বেসরকারীকরণের জন্য একটি বিদ্যুৎ (সংশোধনী) বিল প্রবর্তন করেছিল। এগুলি হল উৎপাদন, পরিবহন এবং বিতরণ। তবে সারা দেশে ব্যাপক প্রতিবাদের মুখে বিলটি পাস করতে ব্যর্থ হয় সরকার।
কিন্তু, বিজেপি সরকার লোকসভার চলমান বর্ষা অধিবেশনে বিলটি পাস করার চেষ্টা করছে। সংগঠন বলেছে যে সরকার উচ্চ মূল্যে অন্যান্য দেশ থেকে আমদানি করা কয়লা কেনার জন্য বিদ্যুৎ উৎপাদন সংস্থাগুলির উপর চাপ তৈরি করছে। ফলস্বরূপ, তারা অনুমান করছেন যে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের ফলে বিদ্যুতের দাম বড়সড় বৃদ্ধি পাবে।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজ্যুমারস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সঞ্জয় চৌধুরী বিদ্যুৎ (সংশোধনী) বিলকে জনবিরোধী বলে অভিহিত করেন এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।
রাজ্যে লোডশেডিং সমস্যা বন্ধ করারও দাবি জানান তিনি। শ্রী চৌধুরী ছয় দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হতে বিদ্যুত গ্রাহকদের প্রতি আহ্বান জানান।